দাদা একটু লেডিজ সিটটা ছেড়ে দেবেন
যাঁরা নিয়মিত কলকাতা শহরে বাসে ওঠেন, তাঁরা জানেন, উঠে যদি মহিলা সিটে পুরুষ দেখেন, তাহলে তিনটে উপায়, এক, পুরুষ নিজেই জায়গা ছেড়ে দেন; দুই মহিলাকে বলতে হয়; অথবা তিন কন্ডাক্টার বা বাসের অন্যরা বলেন সিট ছাড়তে। মহিলাদের এই সিট সংরক্ষণ নিয়ে তাই নানা প্রশ্ন দেখা দেয়।
by রোশন কুমার | 29 June, 2020 | 1425 | Tags : kolkata bus ladies' seat reservation patriarchy